top of page
Inside-1.jpg

ঐতিহ্যবাহী সাবেকি রান্না থেকে ফিউশন রান্নায় আপনার হাতের জাদু দেখানোর এক অপূর্ব সুযোগ! এবারের থিমের নাম "চিংড়ি চমৎকার"!

আপনার সবথেকে পছন্দের চিংড়ির বিশেষ রেসিপিটি শালিমারের তেল মশলায় রান্না করুন আর পরিবেশন করুন কাঁসা অথবা পিতলের বাসন পত্রে। আর পাঠিয়ে দিন রেসিপির ছবি বা ভিডিও!

শর্ত এবং নিয়মাবলী:

১.রান্নার ভিডিও অথবা মূল ছবিতে Shalimar's Mustard oil, Sunflower oil, Soyabean oil, Coconut oil, Shalimar's Chef Spices এর অন্ততপক্ষে একটি তেল অথবা মশলার ব্যবহার বাধ্যতামূলক । 

২.রান্নার উপকরণ এবং পদ্ধতিতে Shalimar's এর এক বা একাধিক তেল অথবা মশলার উল্লেখ করতে হবে । 

৩.রান্নাটি পরিবেশন করতে হবে কাঁসা অথবা পিতলের পাত্রে ।

৪.ভিডিওর ক্ষেত্রে রান্না টি কাঁসা অথবা পিতলের বাসনে করতে পারেন । 

৫.কোনো রকম Watermark ব্যবহার করবেন না ।

৬.যারা কলকাতায় থাকেন, শুধুমাত্র তাঁরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন ।

বিচারের ভিত্তি:

Judges choice 
Public choice 
Most unique recipe 
Best food photography 
Best video presentation
 

বিজয়ীরা কী কী পাবেন?

১.নগদ পুরস্কার 

২.শালিমার এবং বগলা চরণ কুন্ডুর দারুণ গিফ্ট হ্যাম্পার

৩.সবাই পাবে ই-সার্টিফিকেট!


তাহলে আর দেরি কেন? ফ্রাইং প্যানে তেল গরম করুন আর আর গোটা কলকাতাকে দেখান আপনার হাতের জাদু! শুরু হোক চিংড়ি চমৎকার!

Register

Submission type
Still Picture
Video Reel
ssss.jpg
sssss.png

QUICK LINKS

ABOUT US

WHY US

INSIGHTS

OUR TEAM

ARCHIVES

BRANDS

CONTACT

© Copyright 2025 to Debi Pranam. All Rights Reserved. Developed by SIMPACT Digital

Follow us on

Rojkar Ananya New Logo.png
fb png.png

 Key stats for the last 30 days

bottom of page