
সিকিমের পশ্চিমে অবস্থিত একটি সুন্দর ও শান্ত পাহাড়ি গ্রাম রিনচেনপং। মূলত প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী বৌদ্ধ সংস্কৃতি ও কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্যের জন্য এই অঞ্চল বিখ্যাত। শহুরে কোলাহল থেকে নির্জনে সময় কাটাতে চাইলে পেলিং থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি তাদের জন্য আদর্শ। পাহাড়ের আর অরণ্যের সৌন্দর্যমাধুরী মনকে ভুলিয়ে রাখে! পাহাড়ের চড়াই-উতরাইয়ে নজরে পাহাড়ি ঘরদোর। প্রতিটি বাড়িতেই ফুলের বাগান। কতরকমের ফুল! কতরকমের রং। সেইসব রঙিন ফুল দেখতে দেখতে প্রাণমন কখন যে রঙে ভরে উঠবে, তা টের পাওয়াও মুশকিল! রিনচেনপং এর সকাল আর সন্ধ্যায় পাহাড়ের দুই ভিন্ন রূপ! রয়েছে ওক, পাইন দেবদারুর সমাহার। সামনে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। নাম না জানা রঙ-বেরঙের পাখিদের কলরব। সবুজ গালিচা। সব মিলিয়ে এ এক মায়াবী গ্রাম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায়, বিশেষ করে সূর্যোদয়ের সময়।

কী কী দেখবেন?
এখানে এলে ১৮৬০ সালে প্রতিষ্ঠিত বৌদ্ধ গুম্ফা, রিনচেনপং মনাস্ট্রি, টেনজিং হিল টপ, রেসুম মঠ (Resum Monastery), রাভাংলা বুদ্ধ পার্ক, পয়সন লেক ঘুরে আসতে পারেন।
কীভাবে যাবেন?
হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি। এখান থেকে রিনচেনপং যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। জোড়থাং হয়ে রিনচেনপং গেলে সময় লাগবে মাত্র ৫ ঘণ্টা।
কোথায় থাকবেন?
থাকতে পারেন ফিউশন স্টে'স এর হোম স্টে এবং রিসর্ট এ। বুকিং এর জন্য যোগাযোগ করুন 9163334396 এই নম্বরে।
অথবা অনলাইন বুকিং এর জন্য ওয়েবসাইট: https://www.fusionstays.com
Comments