top of page
Search


অতিথি আপ্যায়ন হোক বা উইকেন্ডের স্পেশাল লাঞ্চ, গরম রুটি, পরোটা কিংবা নান-এর সঙ্গে ভুনা মশলা এগ কারি মানেই টেবিলে আলাদা আকর্ষণ। রেসিপি দিলেন দেবযানী গুহ বিশ্বাস।
ঘন, সুগন্ধি আর ভরপুর মশলার স্বাদে তৈরি ভুনা মশলা এগ কারি এমন একটি পদ, যা একবার খেলে সাধারণ ডিমের তরকারির সংজ্ঞাই বদলে যায়। এখানে ঝাল বা তেলের আধিক্য নয়, বরং ধীরে ধীরে ভাজা গোটা মশলার গভীর সুবাসই এই কারির প্রাণ। ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর এলাচ একসঙ্গে ভেজে তৈরি মশলা গ্রেভিকে দেয় এক অনন্য উষ্ণতা ও রিচনেস, যা ডিম আর আলুর সঙ্গে অসাধারণভাবে মানিয়ে যায়। ঘি, টকদই আর সামান্য ফ্রেশ ক্রিমের মোলায়েম ছোঁয়ায় এই কারি একদিকে যেমন রাজকীয়, তেমনই ঘরোয়া স্বাদের। কী কী লাগবে ডিম ৬

রোজকার অনন্যা
1 day ago1 min read


দুপুরের লাঞ্চবক্স হোক বা রাতের ডিনার, এই রোল থাকলে আলাদা করে কোনো সাইড ডিশের দরকার পড়ে না। রেসিপি দিলেন নীতা দত্ত।
ঘরোয়া উপকরণে যদি একটু অন্যরকম, ভরপেট আর ফিউশন স্বাদের কিছু বানাতে চান, তাহলে সুজির এগ চিকেন জাম্বো রোল একেবারে পারফেক্ট। এখানে রুটির বদলে ব্যবহার হয়েছে সুজির নরম অথচ হালকা ক্রিসপি বেস, তার সঙ্গে ডিমের আস্তরণ আর ভেতরে ঝাল-মশলাদার চিকেন কিমার ফিলিং সব মিলিয়ে এটি একেবারে সম্পূর্ণ মিল। স্ট্রিট ফুডের মজা থাকলেও, বাড়িতে বানানো বলে স্বাদ ও স্বাস্থ্য দুটোই বজায় থাকে। কী কী লাগবে সুজি ৪০ গ্রাম, টক দই ৪ টেবিল চামচ, সামান্য জল, বড়ো পেঁয়াজ ১টি (মিহি কুচি), কাঁচা লঙ্কা ২টি (মিহি কু

রোজকার অনন্যা
1 day ago2 min read


আচারের স্বাদ আর সরষের তেলের ঝাঁজ সব মিলিয়ে আচারি এগ কারি একেবারে ভিন্নধর্মী একটি ডিমের পদ। সেই রেসিপি দিলেন মৈত্রেয়ী মুখার্জি।
রোজকার ডিমের ঝোল বা ডিম কষা থেকে একটু আলাদা স্বাদের কিছু বানাতে চাইলে আচারি এগ নিঃসন্দেহে এক দুর্দান্ত বিকল্প। এই রেসিপির মূল আকর্ষণ হলো আচারের মতো টক–ঝাল–মশলাদার স্বাদ, যার সঙ্গে সরষের তেলের ঝাঁঝ আর ভাজা মশলার সুবাস একেবারে মুখরোচক করে তোলে ডিমকে। উত্তর ভারতের আচারি রান্নার অনুপ্রেরণায় তৈরি হলেও, বাঙালি রান্নাঘরের স্বাদ ভাবনার সঙ্গেও এটি দারুণভাবে মানিয়ে যায়। কী কী লাগবে সেদ্ধ ডিম ৪-৫টি, বড়ো পেঁয়াজ কুচি ২টি, আদা-রসুন বাটা দেড় চা-চামচ, টমেটো কুচি ১টি, টক দই আধ কাপ, আচার

রোজকার অনন্যা
1 day ago1 min read


বাইরে মুচমুচে, ভেতরে নরম, জিভে জল আনা এ জিনিস মন কাড়বে সবার। রেসিপি দিলেন দীপশিখা নন্দী।
হালকা, স্বাস্থ্যকর আর ঝটপট বানানো যায় এমন কিছু খুঁজছেন? তাহলে ক্যাবেজ, ক্যারট এগ প্যানকেক আপনার জন্য একদম আদর্শ। ডিমের প্রোটিন আর বাঁধাকপি ও গাজরের ফাইবার একসঙ্গে মিশে এই প্যানকেককে করে তোলে পুষ্টিকর ও সুস্বাদু। খুব কম উপকরণে, কোনো ময়দা ছাড়াই তৈরি এই রেসিপি ব্রেকফাস্ট, ইভনিং স্ন্যাকস বা হালকা ডিনার সব ক্ষেত্রেই দারুণ মানিয়ে যায়। শিশু থেকে বড়ো সবাই সহজে খেতে পারে এমন এই প্যানকেক, আবার চাইলে নিজের মতো করে সবজি বা মশলার টুইস্টও যোগ করা যায়। কী কী লাগবে বাঁধাকপি কুচানো ১ ক

রোজকার অনন্যা
1 day ago1 min read


ঘরোয়া অথচ রেস্টুরেন্ট-স্টাইল একটি নির্ভরযোগ্য রেসিপি চাইলে এই পদটি শুধু মাত্র আপনার জন্য। রেসিপি দিলেন বিনীতা হাজরা গুপ্ত।
নারকেল, কারি পাতা আর হালকা টক তেঁতুলের স্বাদে তৈরি এই দক্ষিণ ভারতীয় ডিমের তরকারি ভাত থেকে দোসা, সবকিছুর সঙ্গেই অসাধারণ মানায়। মশলার ঝাঁঝ খুব ভারী নয়, বরং নারকেলের মোলায়েম গ্রেভিতে ডিমের স্বাদ আলাদা করে ফুটে ওঠে। কী কী লাগবে সেদ্ধ ডিম ৪টি (খোসা ছাড়ানো), পেঁয়াজ কুচি ১টি বড়ো, টমেটো কুচি ১টি, আদা-রসুন বাটা ১ চা-চামচ, Shalimar's coconut তেল বা sunflower তেল পরিমাণমতো, ফোড়নের জন্য: সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা, Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো আধ চা-চামচ, Shalimar's

রোজকার অনন্যা
2 days ago1 min read


রবিবারের অনন্যা ১৮ই জানুয়ারি,২০২৬ সংখ্যা ১৫২ বরাক ভ্যালির দেশে, অন্দরসজ্জায় রং, মোটিফ এবং বাস্তু, ফ্যাশনে আসান, রবিবারের গল্প: হলুদ পদ্ম
বরাক ভ্যালির দেশে গরমের ছুটি পড়তে আর খুব বেশি দেরি নেই। ঠিক এমন সময় মন যদি পাহাড়-পাহাড় করে, তবে চোখবুজে চলে যেতে পারেন বরাক উপত্যকায়। জানালেন তৃষা নন্দী নর্থ-ইস্ট শুনে নাক কুঁচকোবেন অনেকেই, তবে আস্থা রেখে একবার গেলে কিন্তু বারবার টানবে আপনাকে ব্রহ্মপুত্রে ঘেরা নীল পাহাড়ের দেশ, অসম। ট্রাইবাল সংস্কৃতি, বিহুর বোল, আ-দিগন্ত চা বাগান--- সব মিলিয়ে ভ্রমণপ্রেমীদের যথার্থই নিশ্চিন্তিপুর অসম। কেন্দ্রস্থলে জ্বলজ্বল করছে উত্তর-পূর্ব ভারতের একমাত্র কসমোপলিটল সিটি, গুয়াহাটি, দ্য লাইট অফ দ্

রোজকার অনন্যা
3 days ago15 min read


চিরচেনা চিলি চিকেনের স্বাদ যদি ডিমে আনতে চান, তাহলে এই অন্যরকম চিলি এগ একদম পারফেক্ট। রেসিপি দিলেন সুপর্ণা মণ্ডল।
বাইরে থেকে মচমচে ডিমের পকোড়া, ভেতরে নরম ডিমের স্বাদ আর তার সঙ্গে ঝাল-ঝাঁঝালো চাইনিজ স্টাইল সস সব মিলিয়ে এটি স্টার্টার বা সাইড ডিশ হিসেবে দারুণ জমে। খুব বেশি ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই ফিউশন রেসিপি। কী কী লাগবে সিদ্ধ ডিম ৩টি, কাঁচা ডিম ১টি, আদা কুচি আধ চামচ, রসুন কুচি ২ চামচ, আদা জুলিয়ান আধ চামচ, পিঁয়াজ শাক ১ মুঠো, সয়া সস ২ চামচ, পিঁয়াজ (ছোটো কুচানো) ১টি, পিঁয়াজ (চার টুকরো করে খুলে নেওয়া) ২টি, বেলপেপার বড়ো টুকরো করা, ময়দা ২ চামচ, কর্নফ্লাওয়ার ২ চা

রোজকার অনন্যা
5 days ago1 min read


গুড় নারকেলের পুর, সুগন্ধি চাল আর ঘন দুধের স্বাদে তৈরি দুধ পুলি শীতের সকালে পিঠে-পার্বণের প্রাণবন্ত আনন্দ ছড়ায়। রেসিপি দিলেন সুনন্দা মজুমদার।
শীতকাল মানেই পিঠেপুলির উৎসব। পাটিসাপটা থেকে শুরু করে দুধপুলি এই সময়ে বাঙালি রান্নাঘরে যেন উৎসবের আমেজ। কিন্তু বাড়িতে দুধপুলি বানাতে গেলেই অনেকের একই অভিযোগ পুলি নরম হয় না, সেদ্ধ করলেই শক্ত হয়ে যায়। দিদা-ঠাকুমার হাতের মতো তুলতুলে দুধপুলি বানানোর রহস্য আসলে লুকিয়ে আছে কয়েকটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ টোটকায়। সঠিক উপকরণ আর পদ্ধতি মেনে চললেই বাড়িতেই বানানো যায় একেবারে পারফেক্ট নরম দুধপুলি। কী কী লাগবে নারকেল ১টি, খেজুরের গুড় ২৫০ গ্রাম, রাঙা আলু সেদ্ধ ১০০ গ্রাম, এলাচ গুঁ

রোজকার অনন্যা
Jan 131 min read


নলেন গুড় আর নারকেলের পুরে তৈরি পাটিসাপটা যেন শীতের পিঠে-পার্বণে মিষ্টি স্বাদের সোনালি আনন্দ। রেসিপি দিলেন সরিতা নাথ।
শীতের পিঠেপুলির মরশুম মানেই নলেন গুড়ের সুবাসে ভরা রান্নাঘর। তার মধ্যেই সবচেয়ে প্রিয় ও চেনা পিঠে হলো নলেন গুড়ের পাটিসাপটা। নরম, পাতলা পাটিসাপটার ভেতরে মিষ্টি নারকেল ও গুড়ের পুর, এই পিঠে শুধু খাবার নয়, শীতের নস্টালজিয়ার অংশ। সকালের চা থেকে শুরু করে উৎসবের থালা সব জায়গাতেই এর কদর আলাদা। কী কী লাগবে গোলা/ব্যাটারের জন্য : আতপ চালের গুঁড়ো ১ কাপ, ময়দা ১/২ কাপ, নলেন গুড় ১/২ কাপ (স্বাদমতো), গুঁড়ো দুধ ২-৩ টেবিল চামচ, নুন সামান্য, ঈষৎ উষ্ণ জল বা দুধ প্রয়োজনমতো পুরের জন্য :

রোজকার অনন্যা
Jan 131 min read


মুগ ডাল দিয়ে বানানো এই পিঠা শীতের সকালে খাওয়ার আনন্দ ও ঘরের উষ্ণতা ছড়িয়ে দেয়। রেসিপি দিলেন সুপর্ণা মণ্ডল।
শীতের পিঠেপুলির ভাণ্ডারে কিছু কিছু পিঠে আছে, যেগুলো আজ প্রায় হারিয়েই গেছে। মুগ পাকন পিঠে ঠিক তেমনই এক পুরোনো দিনের রেসিপি, যেখানে মুগ ডালের স্বাদ, চালের মণ্ডের নরমভাব আর গুড়ের রস মিলেমিশে তৈরি হয় একেবারে আলাদা স্বাদের পিঠে। বানাতে একটু ধৈর্য দরকার, কিন্তু একবার তৈরি হলে এর স্বাদ দীর্ঘদিন মনে থেকে যায়। কী কী লাগবে মুগ ডাল ১ কাপ, চালের গুঁড়ো ১ কাপ, খেজুর গুড় ১ কাপ, মৌরি ১ চা চামচ, ডিম ২টি, Shalimar's Soyabean তেল ১ কাপ, নুন এক চিমটি কীভাবে বানাবেন মুগ ডাল শুকনো কড়াইয়ে

রোজকার অনন্যা
Jan 131 min read


খেজুর গুড় আর তিলের সুগন্ধে ভরা চন্দ্রাকৃতি তিল চন্দ্রকলা পিঠা শীতের পিঠে-পার্বণের এক অনন্য আনন্দ। রেসিপি দিলেন রিঙ্কু মিত্র।
যারা হারিয়ে যাওয়া, প্রায় বিস্মৃত রান্নার খোঁজে থাকেন এই রান্না টি তাদের জন্য। তিল চন্দ্রকলা পিঠে এমন এক পুরোনো স্বাদ, যা আজকাল খুব কমই দেখা যায়। বানাতে কঠিন নয়, তবে একটু যত্ন আর ধৈর্য দরকার। নরম চালের আবরণ, ভেতরে সুগন্ধি তিল-নারকেলের পুর আর দুধে সেদ্ধ হয়ে ওঠা মিষ্টি রস সব মিলিয়ে এই পিঠে যেন একেবারে অন্য সময়ে ফিরিয়ে নিয়ে যায়! কী কী লাগবে চালের গুঁড়ো পরিমাণমতো, গরম জল প্রয়োজনমতো, সাদা তিল পরিমাণমতো, ঘি অথবা তেল সামান্য, ছোট করে কাটা নারকেল, কাজু কুচি, কিশমিশ পরিমাণ

রোজকার অনন্যা
Jan 121 min read


শীতের উৎসবে খেজুর গুড়ের রসে ডুব দেওয়া নরম রসবড়া যেন বাঙালির পিঠে-পার্বণের চিরন্তন মিষ্টি স্মৃতি। রেসিপি দিলেন মনমিতা কুণ্ডু।
পৌষ সংক্রান্তি বা শীতের উৎসব মানেই ঘরে ঘরে পিঠেপুলির সঙ্গে নানা রকম ঐতিহ্যবাহী মিষ্টান্ন। তার মধ্যেই একেবারে ঘরোয়া অথচ রাজকীয় স্বাদের পদ হলো বিউলি ডালের রসবড়া। বাইরে হালকা খসখসে, ভিতরে নরম আর রসে ডোবানো এই বড়া ছোট-বড় সকলেরই প্রিয়। অতিথি আপ্যায়ন থেকে উৎসবের থালা সবখানেই এর জুড়ি নেই। কী কী লাগবে বিউলি ডাল ১ কাপ, নুন এক চিমটি, গুড় ১ কাপ, জল পরিমাণ মতো, এলাচ গুঁড়ো এক চিমটি, গোটা মৌরি ১/২ চা চামচ , ঘি ১ চা চামচ ভাজার জন্য : Shalimar's Sunflower তেল পরিমাণমতো। কীভাবে বান

রোজকার অনন্যা
Jan 121 min read


রাঙালু দিয়ে বানানো এই মিষ্টি খেলে প্রশংসার ঝড় বইবে গোটা বাড়ি জুড়ে! রেসিপি দিলেন কেয়া দত্ত গুহ।
শীতের পিঠেপুলির সম্ভারে রাঙা আলুর পুলি একটি বিশেষ স্থান অধিকার করে আছে। নরম রাঙা আলুর আবরণে নারকেল ও গুড়ের মিষ্টি পুর, ভাজা হয়ে ডুব দেয় চিনি, দুধের ক্ষীরের স্বাদে ও ঘ্রাণে এই পিঠে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে। সংক্রান্তির দিনে বা অতিথি আপ্যায়নে এই পুলি যেমন মানানসই, তেমনই স্মৃতিতে জড়ানো এক ঘরোয়া মিষ্টান্ন। কী কী লাগবে রাঙা আলু ৫০০ গ্রাম, ময়দা ২ টেবিল চামচ, চালের গুঁড়ো ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, খাবার সোডা ১ চা চামচ, নুন এক চিমটি, জল ১.৫ কাপ, চিনি ১ কাপ, নারকেল ক

রোজকার অনন্যা
Jan 101 min read


রবিবারের অনন্যা ১১ই জানুয়ারি, ২০২৬ সংখ্যা ১৫১ সূর্যের উত্তরায়ণ এবং দেশজুড়ে উৎসব, একডজন পিঠেপুলি, শীতকালীন ট্রেন্ডে ডিটক্স ড্রিঙ্ক, রবিবারের গল্প: ভালোবাসা ও পাউরুটি
সূর্যের উত্তরায়ণ এবং দেশজুড়ে উৎসব ১৪ জানুয়ারি শনিবার সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। এই দিন থেকেই সূর্যের উত্তরায়ন শুরু হয়। সূর্যের উত্তরমুখী যাত্রাকে বলা হয় উত্তরায়ন এবং দক্ষিণমুখী যাত্রাকে বলা হয় দক্ষিণায়ন। বছরে ছয় মাস সূর্য উত্তরায়নে থাকে এবং পরবর্তী ছয় মাস দক্ষিণায়নে অবস্থান করে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মর্ত্যের এক বছর স্বর্গে এক দিনের সমান। সেই হিসেবে দক্ষিণায়ন হলো দেবতাদের রাত এই সময় দেবতারা নিদ্রাবিভূত থাকেন। আর উত্তরায়ন হলো দেবতাদের দিন, যখন তাঁ

রোজকার অনন্যা
Jan 1020 min read


মুচমুচে মোড়কে নরম নারকেলের পুর, সঙ্গে ক্ষীর। অসাধারণ স্বাদের সে পিঠের রেসিপি দিলেন সিনাত্রা সেন।
সংক্রান্তি বললেই বাঙালির মন ভরে ওঠে নানারকম পিঠে-পুলির কথা। আর তার মধ্যে অন্যতম হলো দুধ গোকুল পিঠে নরম, মিষ্টি আর সুগন্ধে ভরা। একবার এই পিঠে খেলে তার স্বাদ মনে ধরে যায়, বারবার আস্বাদন করার ইচ্ছে জাগায়। ঘরোয়া উৎসবে, বিশেষ দিনে বা অতিথি আপ্যায়নে এটি বিশেষ আনন্দের উৎস। নারকেল, খেজুর গুড় এবং খোয়া ক্ষীরের সংমিশ্রণে তৈরি এই পিঠে যেমন স্বাদে আনন্দ দেয়, তেমনি রঙে ও দেখাতেও আকর্ষণীয়। কী কী লাগবে : নারকেল কোরা ১ কাপ, খেজুর গুড় ৫০ গ্রাম, খোয়াক্ষীর ৫০ গ্রাম, ছোটো এলাচ ৫-৬টি, ময

রোজকার অনন্যা
Jan 51 min read


ছবির মতো সুন্দর আর পারফেক্ট ভাপা পুলি বানাতে চাইলে এই রেসিপিটা আপনার জন্য'ই। রেসিপি দিলেন শুভ্রা সাহা।
শীত এলেই বাঙালি ঘরে ঘরে পিঠেপুলির উৎসব শুরু হয়। কুয়াশাভেজা সকাল, উনুনের ধিকিধিকি আঁচ আর ঘরে ভেসে আসা নারকেল ও নলেন গুড়ের মিষ্টি সুগন্ধ এই সব মিলিয়েই ভাপা পুলি পিঠার স্মৃতি। ভাজা নয়, তেলে নয় ভাপে তৈরি হওয়ায় এই পিঠা যেমন হালকা, তেমনই স্বাস্থ্যকর। নরম চালের আবরণের ভিতরে রসালো নারকেল ও গুড়ের পুর, এক কামড়েই মুখ ভরে যায় শীতের স্বাদে। পৌষ সংক্রান্তি থেকে মাঘের সকাল এই পিঠা বাঙালির উৎসবের থালায় শুধু খাবার নয়, একরাশ নস্টালজিয়া। আজও তাই বিশেষ দিনে বা অতিথি আপ্যায়নে নারকে

রোজকার অনন্যা
Jan 51 min read


পিঠের মরশুমে পাটিসাপটা মানেই জিভে জল। ক্ষীরের পুরভরা জিভে জল আনা এই পদের রেসিপি দিলেন সায়নী নন্দী।
শীতের পিঠেপুলির মধ্যে ক্ষীরের পাটিসাপ্টা একেবারেই রাজকীয় স্বাদের। নরম পাটিসাপ্টার ভিতরে ঘন, সুগন্ধি ক্ষীর আর উপরে নলেন গুড়ের মিষ্টি ছোঁয়া উৎসবের দিনে এই পিঠে মানেই পরিপূর্ণ তৃপ্তি। কী কী লাগবে : গোবিন্দভোগ চালের গুঁড়ো ৫০০ গ্রাম, ময়দা ২৫০ গ্রাম, সুজি ৭৫ গ্রাম, গুঁড়ো চিনি পরিমাণমতো, নুন এক চিমটে, দুধ প্রয়োজনমতো, ঘি অথবা Shalimar's Sunflower তেল প্রয়োজনমতো ক্ষীরের জন্য : দুধ, নারকেল কোরা, গুঁড়ো দুধ, খেজুর গুড়ের পাটালি পরিবেশনের জন্য : নলেন গুড় কীভাবে বানাবেন : প্রথম

রোজকার অনন্যা
Jan 51 min read


পৌষের শেষবেলায় মুলোর এই পদটি না খেলে জীবন'ই বৃথা। অসাধারণ সেই রেসিপি দিলেন সুমিতা দাস।
ছোটবেলায় পৌষ মাস শেষ মানেই ছিল মূলো খাওয়ার শেষ দিন। সংক্রান্তির আগের দিন থেকেই বাড়িতে চলত মূলোর রীতিমতো বাড়াবাড়ি। কারণ, মাঘের মূলো নাকি “শাল” হয়ে যায়, স্বাদ থাকে না। তাই বছরের শেষ মূলোগুলোকে ঘিরেই তৈরি হত একের পর এক পদ মূলোর ঘন্ট, শোল মূলো, মূলোর টক, মূলোর পাতুরি… সঙ্গে অবশ্যই পিঠে। একান্নবর্তী পরিবারের সেই দিনগুলোতে কী যে হৈহৈ রৈরৈ কাণ্ড! আজকাল সারা বছর সব কিছুই পাওয়া যায়। বিশেষ দিন বলে আর তেমন কিছু আলাদা থাকে না। তবু মরশুমি পাতুরির স্বাদ'ই আলাদা। এ যেন স্বাদে না হো

রোজকার অনন্যা
Jan 51 min read


এই শীতে বানিয়ে ফেলুন স্বাদে গুণে ভরপুর বাঁধাকপি দিয়ে বানানো এই মিষ্টি। রেসিপি দিলেন নীতা দত্ত।
মকর সংক্রান্তির শুভলগ্নে নিজের হাতে একটু মিষ্টি মুখের আয়োজন করতে পারলে তার আনন্দই আলাদা। বাঁধাকপি দিয়ে তরকারি, পাতুরি, ভর্তা বা ঘন্ট তো অনেকেই খেয়েছেন, কিন্তু বাঁধাকপি দিয়ে মিষ্টি? সেই ভাবনাকে বাস্তবে রূপ দিয়েই তৈরি হয়েছে এই বিশেষ পদ। স্বাদে, গন্ধে ও গঠনে সম্পূর্ণ আলাদা একবার বানিয়ে দেখুন, আশাকরি সবার মন জয় করবে এই বাঁধাকপির মনোমোহিনী। কী কী লাগবে : খুব মিহি করে কুচানো বাঁধাকপি ১ কাপ (প্রায় ২০০ গ্রাম), ফুল ক্রিম দুধ ১ লিটার, পাতি/কাগজি লেবু ১/২টি, কনডেন্সড মিল্ক ৩ টে

রোজকার অনন্যা
Jan 31 min read


শীতের পিঠে-পার্বণে রাঙা আলুর মিষ্টি স্বাদ আর সুগন্ধে মোড়া পুলি যেন বাঙালির উৎসবের আসল আমেজ। সেই রেসিপি দিলেন ছবি দত্ত।
শীতের পিঠেপুলির ভাণ্ডারে রাঙা আলুর মুগ শিউলি একেবারেই আলাদা স্বাদের একটি পিঠে। মিষ্টি মুগডালের আবরণ আর ভেতরের ঝাল নোনতা রাঙা আলুর পুর এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হয় অসাধারণ স্বাদের এই শিউলি, যা উৎসবের টেবিলে যেমন মানায়, তেমনই বিকেলের জলখাবারেও। কী কী লাগবে : রাঙা আলু, চালের গুঁড়ো, মুগডাল, লবণ, চিনি, আদা বাটা, Shalimar's Chef Spices জিরা গুঁড়ো, Shalimar's Chef Spices লঙ্কার গুঁড়ো, ঘি, Shalimar's Sunflower তেল কীভাবে বানাবেন : কাঁচা মুগডাল লবণ ও বেশ খানিকটা চিনি দিয়ে সেদ

রোজকার অনন্যা
Jan 31 min read
bottom of page




