৫ মিনিটে চকলেট কেক? এও কি সম্ভব? একদম সম্ভব! মুশকিল আসান সহজ রেসিপি দিলেন সুস্মিতা মিত্র।

কী কী লাগবে
কোকো পাউডার (৪ টেবিল চামচ),
ময়দা (১/৪ কাপ),
চকোলেট স্প্রেড (২ টেবিল চামচ),
ক্যাস্টর সুগার (২ টেবিল চামচ),
বেকিং পাউডার (১/৪ চা চামচ),
দুধ (১/৪ কাপ),
ভেজিটেবল অয়েল (২ চা চামট),
চকো চিপস (গার্নিশের জন্য)

কীভাবে বানাবেন
একটা বাটিটে কোকো পাউডার, ময়দা, চকোলেট স্প্রেড আর কাস্টর সুগার নিন।
এবার তাতে বেকিং পাউডার, দুধ, ভেজিটেবল অয়েল দিয়ে মেশান।
তারপর কফি মগের গায়ে সামান্য সাদা তেল ব্রাশে করে লাগিয়ে নিয়ে কেকের ব্যাটার ঢেলে দিন।
উপর থেকে চকো চিপস ছড়িয়ে দিন।
৬০ সেকেন্ড মাইক্রওয়েভ করুন।
এবার খেয়ে নিন একেবারে গরম গরম।

Comments