গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের পোলাও একটি সুস্বাদু এবং সুগন্ধী বাঙালি রেসিপি। এটি নিরামিষ পোলাও হলেও স্বাদে একেবারে অনন্য। চলুন দেখে নিই রেসিপিটি...

কী কী লাগবে
থোড় – ১টি (ছোট টুকরো করে কাটা)
গোবিন্দভোগ চাল – ১ কাপ
ঘি – ২ টেবিল চামচ
Shalimar's Chef Spices সরষের তেল – ১ টেবিল চামচ
তেজপাতা – ১টি
গরম মসলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ) – ২-৩ টি করে
আদা বাটা – ১ চা চামচ
কাঁচালঙ্কা – ২-৩টি (ফালি করা)
Shalimar's Chef Spices হলুদ গুঁড়ো – ১ চা চামচ
Shalimar's Chef Spices জিরে গুঁড়ো – ১ চা চামচ
Shalimar's Chef Spices ধনে গুঁড়ো – ১ চা চামচ
নারকেল কোরা – ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
নুন – স্বাদ অনুযায়ী
চিনি – ১ চা চামচ
জল – ২ কাপ

কীভাবে বানাবেন
থোড় বাইরের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করুন। একটি পাত্রে জল নিয়ে থোড় সিদ্ধ করুন, সামান্য হলুদ ও নুন দিন যাতে কাঁচা গন্ধ দূর হয়। সিদ্ধ হয়ে গেলে জল ফেলে দিন ও থোড় চটকে নিন। কড়াইতে সরষের তেল ও ঘি গরম করে তেজপাতা, গরম মসলা ফোড়ন দিন। আদা বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়ুন। সিদ্ধ থোড় যোগ করে ২-৩ মিনিট ভাজুন। হলুদ, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ধোয়া গোবিন্দভোগ চাল যোগ করে ২ মিনিট ভেজে নিন। নারকেল কোরা ও সামান্য চিনি মেশান। পরিমাণমতো গরম জল দিয়ে ঢেকে রান্না করুন যতক্ষণ না চাল ফুলে ওঠে। জল শুকিয়ে এলে নামিয়ে নিন এবং ৫ মিনিট ঢেকে রাখুন। গরম গরম থোড়ের পোলাও পরিবেশন করুন বেগুন ভাজা বা টক দইয়ের সঙ্গে। এটি সুগন্ধী ও মুখরোচক একটি খাবার, যা উৎসব বা সাধারণ দিনের জন্যও পারফেক্ট!
Comments