নতুন বছরের শুরুতেই কলকাতায় বাংলায় লাইভ রোস্ট: আসছে ‘শালিমার নিবেদিত কলকাতা কমেডি কেত্তন ২'!
- rojkarananya
- Dec 28, 2025
- 1 min read
নতুন বছর শুরু হতে চলেছে হাসির একেবারে ভিন্ন স্বাদে। বাংলা ভাষায় কমেডির দুনিয়ায় বড় চমক নিয়ে আসছে শালিমার নিবেদিত ‘কলকাতা কমেডি কেত্তন’-এর দ্বিতীয় সংস্করণ। আগামী ৩রা জানুয়ারি, শনিবার সন্ধ্যা ৬টা থেকে কলকাতার ঐতিহ্যবাহী কলা মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান।

শালিমার নিবেদিত এবং টিম বঙ্গ ব্যাঙ্গো আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছে ক্যালকাটা কমেডি কোম্পানি। গত বছর ডিসেম্বর মাসে প্রথমবার আয়োজিত কলকাতা কমেডি কেত্তন ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। তারই সাফল্যের রেশ ধরে, এক বছর পর আরও বড় পরিসরে ফিরে আসছে এই জনপ্রিয় কমেডি শো। গত প্রায় পাঁচ বছর ধরে কলকাতায় বাংলা স্ট্যান্ড-আপ কমেডি একপ্রকার আন্ডারগ্রাউন্ড আন্দোলনের মতোই ধীরে ধীরে বেড়ে উঠেছে। এবার সেই আন্দোলন মঞ্চে, আলোয়, দর্শকদের সামনে একেবারে আনকাট, আনফিল্টার্ড হাসির সঙ্গে। এই বছরের কলকাতা কমেডি কেত্তনের সবচেয়ে বড় আকর্ষণ হলো, বাংলা লাইভ রোস্ট শো!
আর এই লাইভ রোস্টের কেন্দ্রে থাকছেন বাংলার অন্যতম জনপ্রিয় রকস্টার, গায়ক ও সুরকার শিলাজিৎ মজুমদার। বাংলা মিউজিক জগতের এই দাপুটে নামকে ঘিরেই চলবে সরাসরি রোস্ট, তাও দর্শকদের সামনে লাইভ! অনুষ্ঠানে থাকছেন বাংলার পরিচিত ও জনপ্রিয় কমেডিয়ানরা। প্যানেলিস্ট হিসেবে মঞ্চে দেখা যাবে সৌরভ পালোধি, সায়ন ঘোষ, মৌপিয়া নন্দী এবং সৌমিত দেবকে। রোস্টের দায়িত্বে থাকছেন শিলাদিত্য চ্যাটার্জি ও স্বর্ণজিৎ বালা, যাঁরা নিজেদের শাণিত রসবোধ ও উপস্থিত বুদ্ধির জন্য ইতিমধ্যেই পরিচিত। আয়োজকদের মতে, এই অনুষ্ঠান শুধুমাত্র একটি কমেডি শো নয় বরং এটি বাংলা কমেডি সংস্কৃতির এক নতুন অধ্যায়। গান, মজার রসিকতা ও লাইভ পারফরম্যান্স সব মিলিয়ে ‘কলকাতা কমেডি কেত্তন ২’ হতে চলেছে বছরের শুরুতে শহরের অন্যতম বড় বিনোদনমূলক ইভেন্ট। বর্তমানে টিকিট পাওয়া যাচ্ছে District এবং BookMyShow প্ল্যাটফর্মে।
টিকিট বুকিং লিঙ্ক:
District:
BookMyShow:
নতুন বছরের প্রথমেই শহর জুড়ে হাসির রোলার কোস্টার তুলতে প্রস্তুত কলকাতা কমেডি কেত্তন ২। ৩ জানুয়ারি, কলা মন্দির, প্রাণখোলা হাসির ঠিকানা একটাই।








Comments