নরম মাটনের টুকরো, দুধে ভেজানো জাফরান আর সুগন্ধি চাল, সব মিলিয়ে মাটন কাচ্চি বিরিয়ানি এক অপূর্ব রন্ধনসৌন্দর্য। রেসিপি দিলেন নাজিয়া ফারহানা।
- abhishekdebipranam
- 4 days ago
- 2 min read

বাংলার উৎসবের পাতে বা বিশেষ পারিবারিক অনুষ্ঠানে কাচ্চি বিরিয়ানি মানেই এক রাজকীয় আনন্দ। সুগন্ধি বাসমতি চাল, কোমল মাটন, আর ঘি-গরম মসলা — এই তিনের মিলনেই তৈরি হয় ঐতিহ্যবাহী মাটন কাচ্চি বিরিয়ানি। নামের মতোই ‘কাচ্চি’ মানে কাঁচা মাংস দিয়ে রান্না হয় এই বিরিয়ানি, তাই এর স্বাদ ও গন্ধ অনন্য।
কী কী লাগবে
মেরিনেডের জন্য:
মাটন (ছোট টুকরো, রানের মাংস হলে ভালো) – ১ কেজি
দই – ১ কাপ
আদা-রসুন বাটা – ৩ টেবিল চামচ
পেঁয়াজ ভাজা (বেরেস্তা) – ১/২ কাপ
কাঁচা লঙ্কা বাটা – ২ চা চামচ
Shalimar's Chef Spices লাল লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
Shalimar's Chef Spices গরম মসলা গুঁড়ো – ১ চা চামচ
লবণ – স্বাদমতো
লেবুর রস – ২ টেবিল চামচ
কাঁচা পেঁপে বাটা – ২ টেবিল চামচ (মাংস নরম করতে)
Shalimar's সর্ষের তেল – ৩ টেবিল চামচ

চালের জন্য:
বাসমতি চাল – ৫০০ গ্রাম
তেজপাতা – ২টি
দারচিনি – ২ টুকরো
এলাচ – ৪টি
লবঙ্গ – ৪টি
লবণ – পরিমাণমতো
বাকি উপকরণ:
ঘি – ৪ টেবিল চামচ
পেঁয়াজ ভাজা – ১/৪ কাপ
কিশমিশ – ২ টেবিল চামচ
কাজুবাদাম – ২ টেবিল চামচ
দুধে ভেজানো জাফরান – ২ টেবিল চামচ
আলু – ৪টি (অর্ধসিদ্ধ করে ভেজে নেওয়া)
কীভাবে বানাবেন
১. মেরিনেশন:
মাটন ভালো করে ধুয়ে সমস্ত মেরিনেডের উপকরণ একসঙ্গে মিশিয়ে অন্তত ৫-৬ ঘণ্টা (সর্বোত্তম হলে রাতভর) ঢেকে ফ্রিজে রেখে দিন।
২. চাল সিদ্ধ করা:
চাল ধুয়ে আধা সিদ্ধ করে নিন—চাল যেন পুরোপুরি সেদ্ধ না হয়।
৩. বিরিয়ানি স্তর বসানো:
একটি ভারি তলাযুক্ত হাঁড়িতে (অথবা ডেগচি) প্রথমে সামান্য ঘি মেখে নিন।
তারপর তলায় মেরিনেট করা মাটনের অর্ধেক দিন, তার উপর চালের অর্ধেক, কিছু বারিস্তা, কিশমিশ, কাজুবাদাম, ঘি ও জাফরান দুধ ছিটিয়ে দিন।
আবার বাকি মাটন, চাল, বারিস্তা ও ঘি দিয়ে একইভাবে দ্বিতীয় স্তর তৈরি করুন।
সবশেষে ভাজা আলু ও জাফরান দুধ ছড়িয়ে দিন।
৪. দম দেওয়া:
হাঁড়ির মুখে ময়দা মেখে শক্তভাবে ঢেকে দিন যাতে বাষ্প বেরোতে না পারে।
সবচেয়ে নিচে ভারি তাওয়া বসিয়ে তার উপর হাঁড়ি রেখে খুব কম আঁচে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা ‘দমে’ রান্না করুন।
(ওভেনে করলে ১৮০°সে তাপমাত্রায় ১ ঘণ্টা দম দিন।)
৫. পরিবেশন:
রান্না হয়ে গেলে ১০ মিনিট বিশ্রাম দিন। তারপর হাঁড়ি খুলে নিচ থেকে উপরে আস্তে আস্তে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন রায়তা বা সালাদের সঙ্গে।
পরামর্শ:
মাটন যদি শক্ত হয়, সামান্য কাঁচা পেঁপে বেশি দিতে পারেন।
চাল ও মাংসের অনুপাত ১:২ রাখলে বিরিয়ানি আরও সুস্বাদু হয়।
বারিস্তা ও জাফরানের ঘ্রাণ বাড়িয়ে তোলে ঐতিহ্যবাহী কাচ্চির রসনা।




