আগামী ১৬ই নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে শালিমার-এর প্রথম “ওয়েলনেস রান ২০২৫”! সল্টলেক গোদরেজ ওয়াটারসাইড থেকে শুরু হবে এই দৌড় প্রতিযোগিতা।
- রোজকার অনন্যা

- Nov 15
- 1 min read
শহরে স্বাস্থ্য সচেতনতার বার্তা আরও বিস্তৃত করতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে “শালিমার’স ওয়েলনেস রান ২০২৫”। ১৯৪৫ সাল থেকে দেশের ঘরে ঘরে পরিচিত, বিখ্যাত এফএমসিজি ব্র্যান্ড শালিমার এবার ক্রীড়া-ভিত্তিক কমিউনিটি উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সুস্থ জীবনযাপনের অনুপ্রেরণা দিতে এগিয়ে এসেছে। নিঃসন্দেহে এ এক অভিনব প্রয়াস। শুভ উদ্বোধন হবে আগামী ১৬ই নভেম্বর ২০২৫, রবিবার, সকাল ৫টায়, সল্টলেকের সেক্টর ৫-এর গোদরেজ ওয়াটারসাইড প্রাঙ্গণ থেকে। বিভিন্ন দূরত্বের চারটি রেস ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট।

রেসের বিভাগ ও সময়সূচি:
১৬ কিমি – সকাল ৬টা
১০ কিমি – সকাল ৬টা ১৫ মিনিট
৫ কিমি – সকাল ৭টা ১৫ মিনিট
৩ কিমি – সকাল ৭টা ৩০ মিনিট
অংশগ্রহণকারীদের সুবিধার কথা মাথায় রেখে, রাখা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক ও নন-কম্পেটিটিভ উভয় ধরণের বিভাগ।
রানারদের জন্য কী কী সুবিধা রয়েছে?
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকে পাবেন এক্সক্লুসিভ টি-শার্ট, ফিনিশার মেডেল, রুটে হাইড্রেশন সাপোর্ট, ফুড বক্স এবং দৌড় শুরুর আগে আকর্ষণীয় ওয়ার্ম-আপ সেশন।
পুরস্কারের বিভাগ:
১৬ কিমি, ১০ কিমি ও ৫ কিমি টাইমড ক্যাটাগরিতে দেওয়া হবে ট্রফি ও নগদ পুরস্কার। বয়সভেদে চারটি বিভাগ রাখা হয়েছে, যথাক্রমে ১৮-২৯ বছর, ৩০-৩৯ বছর, ৪০-৪৯ বছর ও ৫০ বছর-এর ঊর্ধ্বে।

ব্র্যান্ডের তরফে জানানো হয়েছে, “Stride Into A Healthier Tomorrow with Shalimar’s” এই মূল ভাবনাকে সামনে রেখে শহরের বাসিন্দাদের সক্রিয় ও স্বাস্থ্যকর জীবনের দিকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আয়োজকদের দাবি, এই দৌড় আগামী দিনে কলকাতার বার্ষিক ফিটনেস ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণে পরিণত হবে।
শহরজুড়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। দৌড় প্রেমী থেকে সাধারণ নাগরিক সবাই এখন প্রতীক্ষায় শালিমার-এর ওয়েলনেস রান ২০২৫–এর।








Comments