১৯ মার্চ, কলকাতা, নিজস্ব প্রতিনিধি
১৯ মার্চ কলকাতার বুকে এই প্রথম ওপার বাংলা থেকে আট জন রন্ধন পারদর্শী এসে বাংলাদেশের ঐতিহ্যবাহী কয়েকটি রান্না শেখালেন। ভোজ আড্ডা রান্নাঘর, ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটির উদ্যোগ নেয় । প্রায় আশিজন মহিলা ওয়ার্কশপে যোগ দেন ।
বাংলাদেশের ওমেন্স কালিনারী অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে রান্না শেখাতে এসেছিলেন প্রেসিডেন্ট নাজমা হুদা , ভাইস প্রেসিডেন্ট কল্পনা রহমান , দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সোহেলী শামীম , সিনিয়র অ্যাডভাইজার শাহীন আফরোজ , কালিনারী আর্টিস্ট জলি খান , সুমাইয়া আমিন , ইসরাত জাহান লাকি।
এছাড়া ২০১৮ তে GOURMAND World Cook Book award এর বিজেতা এবং বাংলাদেশের বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ আলপনা হাবিব ও সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ।
Comments