ওপার বাংলার রান্নাঘর এবার এপারে ...
১৯ মার্চ, কলকাতা, নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ কলকাতার বুকে এই প্রথম ওপার বাংলা থেকে আট জন রন্ধন পারদর্শী এসে বাংলাদেশের ঐতিহ্যবাহী কয়েকটি রান্না শেখালেন। ভোজ আড্ডা রান্নাঘর, ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটির উদ্যোগ নেয় । প্রায় আশিজন মহিলা ওয়ার্কশপে যোগ দেন ।

বাংলাদেশের ওমেন্স কালিনারী অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে রান্না শেখাতে এসেছিলেন প্রেসিডেন্ট নাজমা হুদা , ভাইস প্রেসিডেন্ট কল্পনা রহমান , দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সোহেলী শামীম , সিনিয়র অ্যাডভাইজার শাহীন আফরোজ , কালিনারী আর্টিস্ট জলি খান , সুমাইয়া আমিন , ইসরাত জাহান লাকি।

এছাড়া ২০১৮ তে GOURMAND World Cook Book award এর বিজেতা এবং বাংলাদেশের বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ আলপনা হাবিব ও সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ।

