যখন অন্য প্যাথি হার মেনে যায়, তখন হোমিওপ্যাথি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারে, আচ্ছা বেশ, আমরা একটু দেখি-ই না! চ্যালেঞ্জ যেমন নিয়েছে, সাকসেসও তেমন দেখিয়েছে। হোমিওপ্যাথি স্লো বাট স্টেডিতে বিশ্বাস করে। বিশ্বাস করলে প্রতারণা করে না। শহর ও দেশের বিখ্যাত হোমিও ইন্সটিটিউশনের বিশেষজ্ঞ এবং সুচিকিৎসকদের সঙ্গে কথা বলে সে কথাই জানাচ্ছেন সমীর চট্টোপাধ্যায়।
** যে কোনও শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
Comments