মশলাদার আলুর পুরে ভরা এই পরোটা একেবারে দেশি ঘরোয়া স্বাদের, যা খেলেই মন ভরে যাবে। রেসিপি দিলেন উমা পন্ডিত।
- রোজকার অনন্যা

- Nov 14
- 1 min read

সাধারণ আলুর পরোটার থেকে একেবারে আলাদা স্বাদের এই আলুর ঠেচা পরোটা তৈরি হয় বাদাম, কাঁচা লঙ্কা ও ধনেপাতার মশলায় মাখানো আলুর পুর দিয়ে। রসুন ছাড়াই আদা দিয়ে তৈরি এই রেসিপি স্বাদে অনন্য ও ঝাল–ঝাল মজাদার।
কী কী লাগবে:
আটা পরিমাণমতো, নুন, কালোজিরা সামান্য, জোয়ান সামান্য, ঘি ১ চা চামচ, জল প্রয়োজনমতো, আলু ২–৩টা (সেদ্ধ করা), কাঁচা লঙ্কা ২–৩টা, রোস্টেড বাদাম ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আদা ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, Shalimar's Soyabean তেল ভাজার জন্য।

কীভাবে বানাবেন:
প্রথমে আটা, নুন, কালোজিরা, জোয়ান ও গরম জল দিয়ে মেখে তাতে সামান্য ঘি মাখিয়ে ঢেকে রাখুন। অন্যদিকে নুন দিয়ে আলু সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে রাখুন। প্যানে ১ চামচ তেল গরম করে কাঁচা লঙ্কা ও রোস্টেড বাদাম হালকা ভেজে নিন। এবার হামান দিস্তায় কাঁচা লঙ্কা, বাদাম, ধনেপাতা, আদা ও নুন একসঙ্গে কুটে “ঠেচা” তৈরি করুন। এই ঠেচা আলুর সঙ্গে মিশিয়ে লেবুর রস দিন ও ভালোভাবে মেখে পুর তৈরি করুন। আটা থেকে লেচি কেটে বলের মতো গড়ে মাঝখানে আলুর পুর ভরে বেলে নিন। তাওয়ায় সামান্য তেল বা ঘি দিয়ে দু’পাশ সোনালি করে ভেজে নিন।
টিপস:
সাধারণত ঠেচায় রসুন ব্যবহার হয়, তবে এখানে আদা ব্যবহারে স্বাদে এক নতুনত্ব আসে। গরম গরম দই বা আচার সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়।








Comments