বসন্তের রং হলুদ। মেয়েদের পরনে লাল হলুদ শাড়ি। মাথায় পলাশ, বেলি, গাঁদার মালা। হাতে লাল চুড়ি। মনে আনন্দের মাদল বাজিয়ে আজি বসন্ত জাগ্রত দ্বারে!

চারিদিকে বেজে ওঠে, "আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়..." এমনই দিনে, পয়লা ফাগুন বাঙালি মেতে ওঠে তাঁদের প্রাণের উৎসব, বসন্ত উৎসবে।

এই রং এর ছোঁয়া এবার ডায়মন্ড সিটি নর্থেও। আজ ১৩ মার্চ ন্যাড়া পোড়া এবং আগামীকাল ১৪ মার্চ দোল পূর্ণিমা। কাল "দশভূজা" আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত। 'যে রাঁধে সে চুলও বাঁধে' ঘরে বাইরে সামলে নিজেদের সংস্কৃতিকে মনেপ্রাণে লালন করেন যাঁরা, সেই দশভূজা দের পরিকল্পনার বাস্তবায়িত রূপ এই উৎসব। নাচে, গানে, আবৃত্তি তে বসন্তকে বরণ করে নেবেন তাঁরা। বসন্ত মানেই নাচে-গানে প্রকৃতিকে আবাহন। এমন এক অপূর্ব সমারোহের সাক্ষী থাকতে পারেন আপনারাও।
Comments